কথা ও সুরঃ কবি কাজী নজরুল ইসলাম
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।।
তোর সোনা দানা বালা খানা, সব রাহে লিল্লাহ,
দে যাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিদ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ্গাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
ঢাল হৃদয়ের তশতরিতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মনে উম্মিদ।।