দোয়া মাসুরা বাংলা উচ্চারণ অর্থ ও পড়ার সময়

dua-masura-bangla

দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ আমাদের সকলের জানা খুবই জরুরী। কারন দোয়া মাসুরা নামাজের যে সকল দোয়া পড়তে হয়, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ পড়ার পর দোয়া মাসুরা পাঠ করা অনেক জরুরী। তাই তাশাহ্হুদ পড়ার পর দরুদ শরীফ এবং তারপর দোয়া মাসুরা পড়া সুন্নত। দোয়া মাসুরা শেষ করে নামাজের সালাম ফেরানো হয়।

আমাদের মুসলমানদের জন্য নামাজ ফরজ। এছাড়াও সুন্নত, নফল, ওয়াজিব নামাজ রয়েছে। সব নামাজেই এই দোয়া মাসুরা পড়তে হয়। হজরত আবু বকর সিদ্দিক (রা.) থেকে বর্নিত যে, নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়া হয়। যেখানে কবরের আজাব ও দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়া হয়।

দোয়া মাসুরা আরবিঃ

اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمْاً كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ الرَّحِيْمُ

দোয়া মাসুরা বাংলা উচ্চারনঃ

আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরাওঁ ওয়ালা ইয়াগ ফিরুয যুনূবা ইল্লা আন্তা; ফাগফির লী মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গফুরুর রাহীম।

অর্থঃ

হে আল্লাহ! আমি নিজের উপর অনেক জুলুম করেছি। আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। নিঃসন্দেহে আপনিই ক্ষমাকারী, করুণাময়।

দোয়ায়ে মাসুরা না পড়লে কি নামাজ হবে?

দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত, তাই এটি না পড়লেও আপনার নামাজ সহীহ হবে। তবে আত্তাহিয়্যাতু ও দুরুদ শরীফ পর্যন্ত পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আত্তাহিয়্যাতু নামাজের ফরজের অন্তর্ভুক্ত এবং এর বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায়।

সালাতে দোয়া মাসুরা কখন পড়তে হয়?

আমারা জানি যে, নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়া হয়। যেখানে এক বিশেষ দোয়ায় কবরের আজাব এবং দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়। এই হাদিসটি হজরত আবু বকর সিদ্দিক (রা.) হতে বর্নিত।

নামাজে দরুদ শরীফ পড়ার পর কি পড়তে হয়?

নামাজের শেষ বৈঠকে প্রথমে আত্তাহিয়াতু, তারপর দরুদ শরিফ, এবং শেষে দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হয়। তবে, যদি কোনো কারণে দোয়া মাসুরা পড়া না হয়, তাতেও কোনো সমস্যা নেই।

আরো পড়ুনঃ

আত্তাহিয়াতু বা তাশাহুদ

দরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ

দোয়া কুনুত বাংলা অর্থ সহ উচ্চারন

Share:

One thought on “দোয়া মাসুরা বাংলা উচ্চারণ অর্থ ও পড়ার সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *