দোয়া কুনুত বাংলা অর্থ সহ উচ্চারন
আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এশার এর তিন রাকাত বেতের নামাজ পড়তে হয়। এই বেতের নামাজের শেষ রাকাতের সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলিয়ে পড়ার পর এই দোয়া কুনুত পড়তে হয়। এই দোয়ার অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। এই দোয়া কুনুতের মাধ্যমে মহান আল্লাহর কাছে আমাদের আবেদন গুলা তুলে ধরা হয়ে থাকে। আসুন জেনে নেই দোয়া কুনুত বাংলা অর্থ সহ উচ্চারন।
দোয়া কুনুত আরবীঃ
اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
দোয়া কুনুত বাংলা উচ্চারনঃ
আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ-ফিরুকা, ওয়ানুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাশকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানাবুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফ’ফারি মুলহিক।
দোয়া কুনুত বাংলা অর্থঃ
হে রব! আমরা তোমারই কাছে সাহায্য চাই, তোমারই কাছে ক্ষমা চাই, তোমারই উপর ঈমান আনি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই অনুগত্য করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।
One Comment