কালেমা শাহাদাতে আছে খোদার ও জ্যোতি

কালেমা শাহাদাতে আছে খোদার ও জ্যোতি

কালেমা শাহাদাতে আছে খোদার ও জ্যোতি। বাংলা বিখ্যাত ইসলামিক গজল। আমাদের বিদ্রোহী কবী কাজী নজরুল ইসলামের কথা ও সুর।

কালেমা শাহাদাতে আছে খোদার ও জ্যোতি

কাজী নজরুল ইসলাম

কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি।।

ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি।।

ঐ কালেমা জপে যে ঘুমের আগে,

ঐ কালেমা জপে যে প্রভাতে জাগে,

দুখের সংসার যার সুখময় হয় তার

মুসিবত আসে না কো, হয় না ক্ষতি।।

কালেমা শাহাদাতে আছে খোদার ও জ্যোতি

হরদম জপে মনে কলমা যে জন,

খোদায়ী তত্ত্ব তার রহে না গোপন।।

দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ।।

আল্লার রাহে তার রহে মতি।

সদা আল্লার রাহে তার রহে যে মতি।।

কালেমা শাহাদাতে আছে খোদার ও জ্যোতি

এসমে আজম হতে কদর ইহার

পায় ঘরে বসে খোদা রসুলের দিদার ,

তাহারি হৃদয়াকাশে আট বেহেশত ভাসে।।

খোদার আরশে হয় আখেরে গতি।

তার আল্লার আরশে হয় আখেরে গতি।

কালেমা শাহাদাতে আছে খোদার ও জ্যোতি

Share:

One thought on “কালেমা শাহাদাতে আছে খোদার ও জ্যোতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *