আল-কুরআন হল মহা বিশ্বের স্রেষ্ট মহা গ্রন্থ। যা আমাদের মুসলিম জাহানের সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ (সঃ) এর উপর নাজিল হয়েছিল। মহান আল্লাহর ওহী প্রেরনের মাধ্যমে এই কুরআন নাযিল শুরু হয়। হযরত জিবরাঈল (আঃ) এই ওহী আমাদের প্রিয় নবীর কাছে নিয়ে আসতেন।
আল-কুরআন কোথায় নাযিল হয়?
নবুয়াত প্রাপ্তির অনেক আগে থেকে হযরত মুহাম্মাদ (সঃ) নির্জন জায়গাতে ইবাদত/ ধ্যান করতেন। আর এর জন্য তিনি বেছে নিয়েছিলেন হেরা গুহা। এটি মক্কার হেরা পর্বতে অবস্থিত। মক্কা থেকে দুই মাইল দূরে অবস্থিত এই গুহার দৈর্ঘ্য ছিল চার গজ এবং প্রস্থ ছিল পৌনে দুই গজ। এখানেই নাযিল হয় মহাগ্রন্থ আল-কুরান।
আল-কুরআনের কি প্রথম নাযিল হয়
আল-কুরআনের সুরা আল-আলাক এর প্রথম ৫ আয়াত সর্বপ্রথম নাযিল করা হয়।
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ
উচ্চারণঃ ইকরা বিছমি রাব্বিকাল্লাযী খালাক।
অর্থঃ পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ
উচ্চারণঃ খালাকাল ইনছা-না মিন ‘আলাক।
অর্থঃ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
اِقۡرَاۡ وَ رَبُّکَ الۡاَکۡرَمُ ۙ
উচ্চারণঃ ইকরা’ ওয়া রাব্বুকাল আকরাম
অর্থঃ পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু
الَّذِیۡ عَلَّمَ بِالۡقَلَمِ
উচ্চারণঃ অল্লাযী ‘আল্লামা বিলকালাম।
অর্থঃ যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন
عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ یَعۡلَمۡ ؕ
উচ্চারণঃ ‘আল্লামাল ইনছা-না-মা-লাম ইয়া’লাম।
অর্থঃ শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
আল-কুরআন কিভাবে নাযিল করা হয়েছিলো?
হযরত মুহাম্মাদ (সঃ) যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, ৪০দিন পর হযরত জিবরাঈল (আঃ) আসলেন। রাসুল (সঃ) কে বললেন “ইকরা” অর্থ পড়। তখন জিবরাঈল (আঃ) সুরা আল আলাকের প্রথম ৫ আয়াত পাঠ করলেন এবং রাসুল (সঃ) ও উনার সাথে পড়লেন। তারপর থেকে দীর্ঘ ২৩ বছর যাবত বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতিতে সুরা, আয়াত নাযিল হত।
কখন আল-কুরআন নাযিল হয়েছে?
আল-কুরআন হল আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব। এই আল-কুরআন কে মহান আল্লাহ্ আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মাদ (সঃ) এর উপর নাযিল করেন রমজান মাসে। নবী করিম (সা.)-এর ৪০ বছর বয়সে ৬১০ খ্রিষ্টাব্দে রমজান মাসের লাইলাতুল কদরে রাতে নাযিল হয়। দশম হিজরিতে বিদায় হজের সময় আরাফাতের ময়দানে অবস্থানকালে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সর্বশেষ ওহি অবতীর্ণ হয়। আল-কোরআন’ নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা এত বেশি।
4 thoughts on “আল-কুরআন নাজিলের ইতিহাস কি?”