দুঃখের দিনের দরদী মোর-নাতে রাসুল

দুঃখের দিনের দরদী মোর-নাতে রাসুল

দুঃখের দিনের দরদী মোর
কথা ও সুরঃ কবি কাজী নজরুল ইসলাম

দুঃখের দিনের দরদী মোর
নবী কামলি ওয়ালা।।
তুমি আসবে জানি এই আধার ও রাতে,
জ্বালবে চেরাগ লালা
নবী কামলি ওয়ালা।

জাগবে যবে বক্ষে আমার…
অপার তৃষা সাত সাহারার।।
জানি ধরবে তুলে কন্ঠে আমার
কাওসারের পিয়ালা
নবী কামলি ওয়ালা ।

মাঝ দরিয়ায় উঠলে তুফান,
তাই না আমি ডরি
জানি আমায় কুলে নেবে তোমার
শাফায়াতের তরী

তোমার বেঘুম নয়ন জানি,
করবে আমায় নিগাহ-বানী।।
জানি রাংবে ধুসর দিনগুলি মোর
তোমার আখের ওয়ালা
নবী কামলি ওয়ালা।

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *