দরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ
দরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ আমাদের সকলের জানা থাকা জরুরী, কারন এই দরুদে রয়েছে অনেক ফজিলত। পবিত্র কুরআনে মহান আল্লাহ্ নিজেও হযরত মুহাম্মাদ (সঃ) এর উপর দরুদ পাঠের আদেশ করেছেন। দরুদ শরীফ বা এটাকে দরুদে ইব্রাহীম ও বলা হয়। আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর পরে থাকি। এছাড়াও এই দরুদ শরীফ আমারা যেকোন সময়ই পড়তে পারি। এই দরুদ পাঠ করলে একসঙ্গে মহান আল্লাহ্ ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রশংসা এবং সন্তুষ্টি লাভ হয়ে থাকে।
দরুদ শরীফ
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ, وبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِْيدٌ مَجِيْدٌ
উচ্চারনঃ
আল্লাহুম্মা সল্লি-আলা মুহাম্মাদি ওয়া’ আলা-আলি মুম্মাদিন কামা সল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া’ আলা-আলি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম্মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা-আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়া’ আলা-আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্মাজীদ।
অর্থ
হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (সঃ) ও তাঁর বংশধরের প্রতি রহমত নাযিল করুন। যেমন রহমত নাযিল করেছিলেন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর বংশধরের উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর বংশধরের প্রতি বরকত নাযিল করুন। যেমন বরকত নাযিল করেছিলে ইব্রাহীম আলাইহিস সালাম ও তাঁর বংশধরের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান।
3 Comments